অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৩, ৩:১৪ অপরাহ্ন / ১৭০
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাপ রিপোর্টার : অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ০১ ফেব্রুয়ারি (বুধবার) সকালে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের কৃষি অনুষদ, ডিন অফিস কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তাদের অংশগ্রহন শীর্ষক সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো.আশরাফ উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুষ্টির চাহিদা মিটাতে হলে পুষ্টি বাগানের কোন বিকল্প নাই। মাননীয় প্রধানমন্ত্রীর উক্তি এক ইঞ্চি জায়গাও যেন অনাবাদি না থাকে। তাই তার এ উক্তিকে একটি স্লোগান হিসেবে নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন এ প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী গুলোকে আরও যতœ নিতে হবে। বর্তমান পরিস্থিতিতে এ প্রকল্পটি যুগউপযোগী একটি প্রকল্প বলে আমি মনে করি। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ প্রকল্পটি ভাল ভুমিকা রাখবে বলে আমি আশা করি।
ডিএই উপ-পরিচালক, কৃষিবিদ মো: মতিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিআই শেরপুর এর উপাধাক্ষ মো: সাইফুল আজম খান। স্বাগত বক্তব্য রাখেন ড. মো: আকরাম হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক, ইফনাপ, ডিএই, খাামারবাড়ি, ঢাকা। উক্ত অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে স্থাপিত প্রদর্শনীর জমি তৈরী, বেড়া তৈরী, জৈব সার প্রয়োগ যেন সঠিক মত হয় তার জন্য মনিটরিং বাড়াতে বলেন। তিনি আরও বলেন এ প্রকল্পের কার্যক্রম যেন সঠিকভাবে মাঠে বাস্তবায়িত হয় সেদিকে বিশেষ ভাবে নজর রাখার জন্য সকলের প্রতি আহব্বান জানান। উক্ত কর্মশালায় ডিএই, হর্ট্রিকালচার, এটিআই, জেলা বীজ প্রত্যয়ন, তুলা উন্নয়ন, কৃষি গবেষনা, বিনা, এআইএস এর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যক্তিগন উপস্থিত ছিলেন।