স্টাফ রিপোর্টার : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ময়মনসিংহ জেলা শাখার নির্বাচনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমানকে সভাপতি, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ময়মনসিংহের ফুলপুর উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোফাখ্খারুল ইসলাম (তুহিন)কে সাধারণ সম্পাদক এবং সওজ ময়মনসিংহ সদরের উপ-সহকারি প্রকৌশলী নূরে আলম কামাল পাশাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ২০২৩-২৫ মেয়াদে জেলা নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছেন।
আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ তহুর উদ্দিন বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী গত ২৯ জানুয়ারি-২০২৩ একটি মাত্র প্যানেল মনোনয়নপত্র দাখিল করায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার নির্বাচিত অন্য কর্মকর্তাগণ হলেন-সহ-সভাপতি (জেলা সদর) শাহবীর আলম সিদ্দিক, সহ-সভাপতি শাহজাহান করীর, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম আল মামুন, অর্থ সম্পাদক লিটন মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক- ইমতিয়াজ আহমদ বুলবুল, চাকুরী বিষয়ক সম্পাদক- মোঃ আজহারুল হক, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক- মোঃ মোতাছিম বিল্লাহ নাসিম, জনসংযোগ ও প্রচার সম্পাদক- সৈয়দ তারেক জহিরুল হক, সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক- মোঃ হারুন অর রশীদ, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- নাদিম পারভেজ খান, সমাজ কল্যাণ সম্পাদক- মোঃ নায়েব আলী খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-নাজমুল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক- মোঃ আতাউর রহমান ভূইয়া, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক (মহিলা)- মিশু সমদ্দার, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক-মুহাম্মদ সাদত উল্লাহ ও ছাত্র বিষয়ক সম্পাদক- মোঃ জহিরুল হক।
আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার নির্বাচিত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলী, সওজ ময়মনসিংহ সার্কেলেরর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রাশেদুল আলম, সওজ ময়মনসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন।
আপনার মতামত লিখুন :