শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার / ১৭৪ ভিউ
আপডেট সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৩:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : “অন্তর্ভুৃক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বির্নিমাণে উদ্বাভনের ভ’মিকা” প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩ ডিসেম্বর) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোডস্থ জেলা সমাজসেবা কমপ্লেক্স প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা র‌্যালী শুরু হয়ে স্থানীয় সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ কাইয়ুম এর সভাপতিত্বে এবং সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাসিমা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারজানা আনছারী, এডিএম এর নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত সরকার, সূর্যলক্ষী উন্নয়ন সমিতির কো-অর্ডিনেটর মনোয়ারুল ইসলাম সেলিম, ডা: কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল এর ডা. এ কে এম জহির রায়হান, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার(পিপিপি) রাজন বিন, দেশ এর নির্বাহী পরিচালক রঞ্জন দাস, শাপলা এর প্রধান নির্বাহী মোঃ আলমগীর হোসেনসহ প্রমুখ।
বক্তাগণ বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের সম্পৃক্ত করে সমন্বিত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধীদেরকে পরিবারে বোঝা হিসেবে না দেখে সম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com