আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৩, ৩:৪১ অপরাহ্ন / ১৩৪
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার : শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৮ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্ত্তীর সঞ্চালনায় সভায় মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, জেলা তথ্য অফিসার মোঃ শহীদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাবেক দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফকরুল, এডভোকেট আবুল কাসেম, স্বাধীন চৌধুরী প্রমুখ। এসময় স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ মেহেদী হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ২১ তারিখ রাত ১২.০১ মিনিটে স্থানীয় টাউন হল চত্বরে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন সহ দিনব্যাপী নানা কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সিন্ধান্ত গৃহিত হয়।