আয়কর আইন-২০২৩ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


swadeshsangbad প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৩, ১২:৫০ অপরাহ্ন / ১৮২
আয়কর আইন-২০২৩ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজস্ব আহরণ ত্বরান্বিতকরণ, রাজস্ব বান্ধব পরিবেশ নিশ্চিত ও পারস্পরিক সম্পর্ক জোরদারকরণের লক্ষে আয়কর আইন-২০২৩ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট (সোমবার) দুপুর ১২টায় কর অঞ্চল ময়মনসিংহ এর আয়োজনে কর কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কর অঞ্চল-ময়মনসিংহের কর কমিশনার মোঃ আশরাফুজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমরা কর বান্ধব মুখি হতে চাই এবং মানুষের সেবা দিতে চাই। লক্ষ্য রাখতে রির্টান দিতে এসে করদাতাগণ যেন হয়রানীর শিকার না হয়। তিনি আরো বলেন, আয়কর আইন সংশ্লিষ্ট যে কোন বিষয়ে আপনাদের পাশে আছি। কর আহরণ একটি গুরুত্বপূর্ন বিষয়। আমরা উভয়ে মিলে মিসে কর দাতাদের সেবা দিতে চাই। লক্ষ্য রাখতে হবে কর দিতে যেন কেউ ফাকি না দেয়। কর ফাকি রোধে আপনাদের সহযোগিতায় কাজ করতে চাই। আসুন দেশের রাজস্ব আহরণে সকলে মিলে কাজ করি।
উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপ কর কমিশনার বখতিয়ার উদ্দিন। বিষয় বস্তুর উপর উপস্থাপনা করেন কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৩ ইভানা আফরোজ। মতবিনিময় সভায় উপ কর কমিশনার আশরাফুল, সহকারি কর কমিশনার সার্কেল-৪ কাজী ইছায়েদ হোসেন, এডভোকেট সাদিক হোসেন, ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার ওয়াহিদুজ্জামান সাবেক সাধারণ সম্পাদক সজল ইসলাম রতন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় কর কমিশনার কার্যালয়ের কর্মকর্তা সহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের আইনজীবীগণ উপস্থিত ছিরেন।