আর্ন্তজাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা


swadesh sangbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১:৩৬ অপরাহ্ন / ১৫৭
আর্ন্তজাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : “সাংকেতিক বা ইশারা ভাষা আমাদের একত্রিত করে, সকলের জন্য অন্তভর্’ক্তিমুলক সম্প্রদায় তৈরি করি” এই প্রতিপাদ্য নিয়ে জাতিসংঘ ও বিশ্ব বধির সংস্থা ঘোষিত ২৪ সেপ্টেম্বর আর্ন্তজাতিক ইশারা ভাষা দিবস ও আন্তর্জাতিক বধির সপ্তাহ (১৮ হতে ২৪ সেপ্টেম্বর) পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি নগরীর জেসি গুহ রোড হতে শুরু হয়ে ষ্টেশন রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ বধির সংঘের আজীবন সদস্য মোঃ মামুনুর রশিদ বলেন, ইশারা ভাষা জগৎ তৈরী। ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস। গত ২০১৭ সালের ডিসেম্বর মাসে বধির মানুষের অধিকারকে আরো দৃঢ় করতে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস বা সাংকেতিক ভাষা দিবসের উপর গুরুত্ব আলোপ করে। তারপর ২০১৮ সাল থেকে ২৩ সেপ্টম্বর বিশ্বজুরে পালন করা হয় এই বিশেষ দিবস। যদিও ইশারা এমন একটি ভাষা যা কথ্য ভাষার অনেক আগে থেকেই অর্থাৎ সেই আদিম যুগ থেকে মানুষ ব্যবহার করে আসছে। অথচ সেই ভাষা ব্যবহারকারী মানুষদের সমাজ অপাংক্রেয় করে রেখেছে। এই দিবস উপলক্ষে বিভিন্ন দেশের নানান আলোচনা সভায় বক্তৃতা, বিভিন্ন প্রদর্শনী, বিতর্ক, সভা, সেমিনার প্রভৃতি আয়োজন করা হয়। মুলত এই দিনটিতে সাধারণ মানুষকে সচেতন করা হয় সমস্ত মানুষের প্রতি সহমর্শী হওয়ার জন্য তার সাথে থাকে নানান উন্নয়নমূলক প্রকল্প এবং পরিকল্পনা।
ময়মনসিংহ বধির সংঘের সভাপতি মোঃ গোলাম ফজলে আরোয়ার পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সম্পাদক পুপেল কুমার রায় (বধির), কার্যকরী সদস্য সুমন মিয়া ও সকল বাক শ্রবণ প্রতিবন্ধী বৃন্দ উপস্থিত ছিলেন।