সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:২২ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

ঈশ্বরগঞ্জে দারোগা’র বাসায় আনসার ভিডিপির স্বর্ণালংকার চুরি

রিপোর্টার / ৪৯ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১:৩৯ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত দারোগা আব্দুল মজিদের বাসার ভাড়াটিয়া আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক তাসলিমা আক্তারের ফ্ল্যাট থেকে দিনদুপুরে স্বর্ণালংকার চুরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় এ চুরির ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক তাসলিমা আক্তার স্বামী সন্তান নিয়ে ওই ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। ঘটনার দিন দুপুরে বাসায় তালা দিয়ে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যান। সেখান থেকে ফিরে এসে দেখেন বাসার দরজার তালা ভাঙ্গা দেখতে পান। ঘরে প্রবেশ করে দেখেন আলমারির তালা ভেঙ্গে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে জানালে ওসি তদন্ত কামাল হোসেন ও উপ-পরিদর্শক আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্যঃ ঈশ্বরগঞ্জ হাসপাতাল রোডে গত রবিবার (২ এপ্রিল) ভোররাতে ঈশ্বরগঞ্জ উপজেলার ডাচ বাংলা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখা চুরি সংঘটিত হয়েছে। এজেন্ট মালিক রিয়াদ হাসান জানান, চোরচক্র ৬০হাজার টাকা দামের ২টি ল্যাপটপ নিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান চুরির ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com