ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৯টি ইটভাটাকে ৩৫ লাখ টাকা জরিমানা করেছে। ওই অভিযানে তিন ইটভাটাকে গুড়িয়ে দেয়া হয়েছে। বুধবার ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক রুবেল মাহমুদের নেতৃত্বে উপজেলার ৯টি অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। ওই ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৯টি ইটভাটায় ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভাটাগুলো হচ্ছে, মেসার্স ভাই ভাই ৪ লক্ষ, আলী ৪ লক্ষ, মাহি ৪ লক্ষ, সওদাগর ৫ লক্ষ, বিজয় ৫ লক্ষ, আফতাব ৩ লক্ষ, মোয়াজ্জেম ৩ লক্ষ, সোহেল ৩ লক্ষ, এ গণী ব্রীকসকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অতি ঝুঁকিপুর্ন ও বিপদজ্জনক থাকায় তিনটি ইটভাটাকে এক্সকেভিটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। ভাটাগুলো হচ্ছে, সওদাগর, বিজয় ও আফতাব ব্রিক্স।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক রুবেল মাহমুদের সাথে কথা হলে তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র না থাকায় এবং অনুপযোগী স্থানে ইটভাটা তৈরি করায় তাদের এ জরিমানা করা হয়।
আপনার মতামত লিখুন :