স্টাফ রিপোর্টার ঃ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় উত্তম চক্রবর্তী রকেট’কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ময়মনসিংহ মহানগর শাখা আজ ২ জুন শুক্রবার নগরীর গাঙ্গীনাপার শিববাড়ী মন্দির প্রাঙ্গনে বিকাল ৪ ঘটিকায় নির্মোহ কৃতিমুখের সংবর্ধনা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রশান্ত দাস চন্দন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা: সুজিত বর্মণ, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট পীযুষ কান্তি সরকার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদ সদস্য শ্রী বিধান আইচ অনু, মহানগর হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী পবিত্র রঞ্জন রায়।
বক্তব্য রাখবেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল সরকার, রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রী মৎ স্বামী ভক্তি প্রদানন্দ, ইসকন ময়মনসিংহের অধ্যক্ষ শ্রী অকিঞ্চন গৌর দাস, প্রভূ জগদ্বন্ধু আশ্রমের অধ্যক্ষ শ্রী মৎ দেবব্রতবন্ধু ব্রহ্মচারী, শিববাড়ী মন্দিরের সভাপতি শ্রী স্বপন সেনগুপ্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শ্রী মানিক দত্ত, মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সঞ্জীব সরকার।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এডভোকেট তপন দে। তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবর্ধনা অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করতে সকলের উপস্থিতি কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :