স্টাফ রিপোর্টার : উত্তম চক্রবর্তী রকেট ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২ জুন) বিকালে নগরীর শিববাড়ী মন্দির প্রাঙ্গণে ফুল ও ক্রেস্ট দিয়ে উত্তম চক্রবর্তী রকেটকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়। মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাক্তার সুজিত বর্মন, কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, জেলা মহিলা ঐক্য পরিষদ সভাপতি প্রফেসর ডাঃ শিলা সেন, মহানগর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদ সদস্য বিধান আইচ অনু, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, জেলা পূজা উদযাপন পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শংকর সাহা, ইসকনের অধ্যক্ষ অকিঞ্চন গৌর দাস, শ্রীশ্রী প্রভু জগৎ বন্ধু আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ দেব্রতবন্ধু ব্রক্ষ্মচারী, রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তি প্রদানন্দের পক্ষে তার প্রতিনিধি, নারী শক্তির সাধারণ সম্পাদক সিমা দত্ত, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, আলী ইউসুফ। সভা পরিচালনা করেন অমিত মিশ্র। এছাড়া ও স্বাগত বক্তব্য রাখেন শিববাড়ী মন্দির কমিটির সভাপতি শ্রী স্বপন সেন গুপ্ত। আরো বক্তব্য রাখেন সঞ্জীব সরকার, মানিক সরকার, এডভোকেট সুতপা পাল, রাজন বিন, অসীম সাহা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।