রঞ্জন মজুমদার শিবু : আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) ময়মনসিংহ এর উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দিপনা ও উৎসব মুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) বিকেলে নগরীর দুর্গাবাড়ী মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে জুবুলি ঘাট, থারার ঘাট, র্যালীর মোড় ঘুরে স্টেশন রোড, গাংঙ্গীনার পাড়, নতুন বাজার, টাউন হল মোড়, কাচিঝুলি মোড় ঘুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে গিয়ে শেষ হয়।
উল্টো রথযাত্রায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর ভক্তবৃন্দ সহ বিপুল সংখ্যাক নারী পুরুষ রথের দড়ি ধরে এই রথযাত্রায় অংশ নেন। উল্টো রথযাত্রায় বিশিষ্ট ব্যবসায়ী তপন পাল ভক্তবৃন্দদের মাঝে খাবার জল, ফল ও মন্ডা বিতরণ করেন। এর আগে দুর্গাবাড়ি মন্দিরে ৭ দিনব্যাপী নানা অনুষ্ঠানাদির সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম। ইস্কন ময়মনসিংহ এর অধ্যক্ষ শ্রীপাদ অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী সভাপতিত্বে এবং সুবল সখা শ্যাম দাস ব্রহ্মচারী এর সঞ্চালনায় আলোচনায় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এডভোকেট পীযুষ কান্তি সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী শংকর সাহা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় বিপুল সংখ্যাক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। রথযাত্রা মানবতার কথা বলে সম্প্রীতির কথা বলে। আমরা যে ধর্মের বা বর্নের হই না কেন আমাদের বড় পরিচয় আমরা মানুষ। এটি আমাদের মনে রাখতে হবে। বক্তাগণ আরো বলেন, আজ বাংলাদেশে শান্তিপূর্ন অবস্থা বিরাজমান। আজ প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ন ভাবে পালন করছেন। আমাদের এইধারাবাহিকতা বজায় রাখতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য উদ্যোশ্য সেটিকে স্বার্থক করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন সুখি সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে সম্মিলিত ভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :