রঞ্জন মজুমদার শিবু : আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) ময়মনসিংহ এর উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দিপনা ও উৎসব মুখর পরিবেশে নগরীরর শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে থেকে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা ও পরে রথযাত্রা শুরু হয়। এ উপলক্ষে মঙ্গলবার (২০ জুন) বিকেলে ওমেদ আলী মাঠের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং রথযাত্রার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসময় তনি বলেন, রথযাত্রা মানবতার কথা বলে সম্প্রীতির কথা বলে। সৃষ্টিকর্তা এই রথযাত্রার মধ্যদিয়ে আমাদের তাঁর নৈকট্ট লাভের পথ দেখিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজকে আমরা জগন্নাথ দেবের রথযাত্রায় সামিল হয়েছি। সৃষ্টিকর্তা এর মাধ্যমে আমাদের মঙ্গল নিশ্চিত করেছেন। আমরা যে ধর্মের বা বর্নের হই না কেন আমাদের বড় পরিচয় আমরা মানুষ। আমরা এই পরিচয় ধারন করে লালন করে আমরা যেন একে অপরের পাশে থাকি, কারো ক্ষতির কারণ যেন না হই। এটি আমাদের মনে রাখতে হবে। তিনি আরো বলেন, অনেক সময় অনেক ধর্ম ব্যবসায়ী তারা নিজেরা লাভবান হওয়ার জন্য আমাদের ধর্মের ভিতরে সংঘাত সৃষ্ঠি করে আমাদের সমাজকে কুলষিত করে, আমাদের শান্তি বিনষ্ট করে। একসময় আমরা আমাদের ধর্ম সঠিক ভাবে পালন করতে পারতাম না। মসজিদ, মন্দিরে, প্যাগোডায়, গীর্জায় বোমা হামলা হয়েছে। অর্থাৎ কোন ধর্মেরই মানুষ নিরাপদ ছিল না। এর থেকে মুক্তি দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি যখন রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্টিত হন তখন তিনি প্রত্যয় ব্যক্ত করেছিলেন সকল মানুষকে নিরাপদ রাখবেন। তা তিনি পালন করছেন। আজ বাংলাদেশে শান্তিপূর্ন অবস্থা বিরাজমান। আজ প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ন ভাবে পালন করছেন। আমাদের এইধারাবাহিকতা বজায় রাখতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য উদ্যোশ্য সেটিকে স্বার্থক করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন সুখি সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে সম্মিলিত ভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে কাজ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহিত-উর-রহমান শান্ত। ইস্কন ময়মনসিংহ এর অধ্যক্ষ শ্রীপাদ অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী এর সভাপতিত্বে এবং সুবল সখা শ্রাম দাস ব্রহ্মচারী এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী শংকর সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মহানগর শাখার সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এডভোকেট তপন দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী পবিত্র রঞ্জন রায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, ডাঃ আর সি দেবনাথ, ডাঃ এন সি পাল প্রমুখ। এসময় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর ভক্তবৃন্দ সহ বিপুল সংখ্যাক নারী পুরুষ এই রথযাত্রায় অংশ নেন।
রথযাত্রাটি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক থেকে রথ টান দিয়ে নগরীর কাচিঝুলি মোড়, টাউন হল মোড়, জিলা স্কুল রোড মোড়, নতুন বাজার, গাঙ্গিনার পাড়, স্টেশন রোড, রেলির মোড়, বড় কালিবাড়ি, থানার ঘাট, জুবুলি ঘাট, বড় বাজার, ছোট বাজার রোড হয়ে দূর্গাবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যাক ভক্তবৃন্দ রথের দড়ি ধরে অংশ গ্রহণ করেন। পরে দুর্গাবাড়ি মন্দিরে নানা অনুষ্ঠানাদি পালিত হয়। আগামী ২৮ জুন একই ভাবে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। অপরদিকে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে ময়মনসিংহ গন্ধবণিক সম্প্রদায় এর উদ্যোগে বিকাল সাড়ে ৩টায় জুবিলী ঘাট সংলগ্ন রঘুনাথ জিউর আখরা থেকে রথ টান দিয়ে বড় বাজারে এসে শেষ হয় এবং সেখানে রকমারি পন্যের মেলা বসে।
আপনার মতামত লিখুন :