স্টাফ রিপোর্টার ঃ জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের বিচার কর, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য, সংখ্যালঘু সম্প্রদায়, মাজারে হামলা ও বাংচুর বন্ধ কর, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচ’ড়া চত্বর থেকে পতাকা মিছিল শুরু হয়ে গাঙ্গিনার পাড়, নতুন বাজার মোড় ঘুরে মালগুদামস্থ সিপিবি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এর আগে রেলওয়ে কৃষ্ণচ’ড়া চত্বরে সিপিবি-ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা, কমরেড এডভোকেট এমদাদুল হক মিল্লাত এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সিপিবি-র কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারীনেত্রী মনিরা বেগম অনু, জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কমরেড মোকছেদুর রহমান জুয়েল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সাজেদা বেগম সাজু, কমিউনিস্ট পার্টি, ময়মনসিংহ সদর উপজেলার সাধারণ সম্পাদক কমরেড রোকনুজ্জামান সোহেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কমরেড গকুল সূত্রধর মানিক প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি-ময়মনসিংহ নগর কমিটির সাধারণ সম্পাদক ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড এডভোকেট আল আমিন আহমেদ জুন।
আপনার মতামত লিখুন :