সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে সাংবাদিকদের বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

রিপোর্টার / ৬৭ ভিউ
আপডেট সময় : সোমবার, ২৯ মে, ২০২৩, ৫:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ঃ করোনাকালিন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গঠিত কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে সাংবাদিকদের বিশেষ আর্থিক সহায়তার ( চতুর্থ পর্যায়ে) চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন ( এমইউজে) এর আয়োজনে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ৫৪ জন সাংবাদিকের মাঝে এ সকল চেক বিতরণ করা হয়। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে উন্নয়নের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। তিনি আপনাদের পাশে আছেন। করোনা কালীন সময়ে জাতির ক্লান্তিলগ্নে আপনারা যে ভ’মিকা রেখেছেন তা ভুলার নয়। আগামীদিনে স্বাধীনতার চেতনায় দলমত নির্বিশেষে দেশের উন্নয়নে কাজ করবেন। শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে আসুন সবাই মিলে কাজ করি।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন সভাপতি আতাউল করিম খোকন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব অমিত রায় প্রমুখ। এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সদস্য শাহীদুল আলম খসরু, আবু সালেহ মুসা সহ ক্লাব সদস্য বৃন্দ, সাংবাদিক ইউনিয়নের সদস্য বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com