মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান

নজরুল ইসলাম খায়রুল : / ২০৬ ভিউ
আপডেট সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৬:৫৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলে তিনি ৯৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. আশরাফ উদ্দিন রেনু পেয়েছেন ২৫৮ ভোট।

গতকাল সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

ভোট গ্রহণ শেষে ১৩টি কেন্দ্রের ভোট গণনার পর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনের মোট ভোটার ছিলেন ১৫৪৮ জন। তাদের মধ্যে ১৫৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয় ৭টি ভোট এবং বৈধ ভোট ১৫২৭।

এবার বিজয়ী হয়ে দ্বিতীয় বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com