শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ সদর আয়োজিত কৃষি মেলা সমাপ্ত

রিপোর্টার / ২৪৭ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ২:২৫ অপরাহ্ন

রঞ্জন মজুমদার শিবু : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধকরণ প্রকল্পের আওতায় সদর উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর, ময়মনসিংহ আয়োজিত কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিন। । এসময় তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মানে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করতে হবে। প্রযুক্তি ব্যবহার ছাড়া কোন কিছুই সম্ভব নয়। কেননা দেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু আবাদি জমি বাড়ছে না। চাষাবাদি জমির পরিমান কমে যাচ্ছে। তাই খাদ্য চাহিদা পুরনে স্বল্প মেয়াদী ফসল চাষ করতে হবে। সোয়াবিনের উপর চাপ কমাতে সরিষার চাষ করতে হবে। এর জন্যই প্রয়োজন উন্নত প্রযুক্তি। মেলার মাধ্যমে এই কৃষি পযুক্তি সর্ম্পকে জ্ঞান লাভ করা যায়। এর ফলে স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদন করা সম্ভব হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালনক কৃষিবিদ মোঃ মতিউজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী। সদরের কৃষি সম্পসারণ অফিসার মোঃ সোহেল রানা শিশির এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার রোকসানা বেগম, কৃষক আনিসুর রহমান প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন নার্সারীর মালিক, শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com