কেন্দুয়ার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের অভিযানে গ্রেফতার


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৩, ৩:২৩ অপরাহ্ন / ৯১
কেন্দুয়ার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের অভিযানে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা জেলার কেন্দুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, ২০০৭ সালের নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার এই চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রতন (বর্তমান বয়স ৪২), পিতাঃ আঃ সাহেদ, সাং- সোহাগপুর পাড়া দেউলি, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা’কে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন চকচন্দ্রপুর এলাকা হতে শনিবার (২৫ মার্চ) ভোর ৫টায় গ্রেফতার করে। উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার জন্য নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ সকাল সাড়ে ৯টায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে আসামী রতন (২৫), পিতাঃ আব্দুর সাহেদ ফারুক (২৪), পিতাঃ মৃত আব্দুল হাই মাস্টার, উভয় সাং-সোহাগপুর পাড়া দেউলি, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা ভিকটিম মোঃ তোয়াজ্জেম (৪০), মৃত আব্দুল মজিদ @ মগল, সাং- তেমই, থানা- কেন্দুয়া, জেলা-নেত্রকোনা’কে দুই হাত ধরে রাখে এবং আসামী মোঃ বাবুল (২৬), পিতা-আব্দুর সাহেদ, সাং-সোহাগপুর পাড়া দেউলি, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা ভিকটিমকে গরু জবাইয়ের ছুরি দিয়ে গলায় কোপ দিলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ভিকটিম তোয়াজ্জেম মৃত্যু বরণ করে। বাবুলের এই কাজে আসামী আব্দুর সাহেদ (৬৩), পিতাঃ মৃত আজমদ, মোঃ সুলতান (৩০), পিতা- মৃত আব্দুর বারেক ও আঃ কাদির, পিতা-আব্দুর সাহেদ, সর্ব সাং- সোহাগপুর পাড়া দেউলি, থানা- কেন্দুয়া, জেলা-নেত্রকোনা আসামীগন সাহায্য করে। এরই প্রেক্ষিতে ভিকটিম তোয়াজ্জেমের ছেলে আরিফ হাসান (২২) বাদী হয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ৬ জনকে আসামী করে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত মামলায় বিচার শেষে বিজ্ঞ দায়রা আদালত ১৬/০৪/২০১৪ খ্রি তারিখ আসামী বাবুল এর মৃত্যুদন্ডসহ উক্ত মামলার বাকি আসামীদেরকে যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে কারাদন্ডে দন্ডিত করেন। আসামীরা উচ্চ আদালতে মামলা করলেও বিজ্ঞ হাইকোর্ট ৩০/০৬/২০১৯ খ্রি তারিখ নিম্ন আদালতের রায় পুনঃবহাল রাখে। বর্তমানে আসামীদের মামলাটি আপিল বিভাগে রায়ের জন্য অপেক্ষায়মান রয়েছে।