কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৩, ১:৩৯ অপরাহ্ন / ১৯৬
কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ

রুকন উদ্দিন: নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আসাদুল করিম মামুন প্রমুখ বক্তব্য প্রদান করেন। এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব সহ, সাংবাদিকগণ, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়টি ১৮৩২ খ্রিস্টাব্দে স্থাপিত হলে জাতীয়করণ হয় ১৯৯১ খ্রিস্টাব্দে।