সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

কেন্দুয়া প্রেসক্লাব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চেক বিতরণ

রিপোর্টার / ১৬৩ ভিউ
আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ১:৫৭ অপরাহ্ন

রুকন উদ্দিন, কেন্দুয়া: লোক ঐতিহ্যের সংগ্রাহক, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত প্রবীণ সাংবাদিক সন্তোষ সরকার এবং বীর মুক্তিযোদ্ধা কেন্দুয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং প্রয়াত প্রবীণ সাংবাদিক আনিছুর রহমান আনজু’র পরিবারের মাঝে কেন্দুয়া প্রেসক্লাব প্রাঙ্গণে শনিবার (১১ ফেব্রুয়ারি) আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন কেন্দুয়া প্রেসক্লাব কল্যাণ ট্রাস্ট।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের এমপি, বাংলাদেশ আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অসীম কুমার উকিল।

কেন্দুয়া প্রেসক্লাব কল্যাণ ট্রাস্টের সভাপতি ও প্রেসক্লাবের সম্মানিত সদস্য আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এবং কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সম্মানিত সদস্য এম. আব্দুল ওয়াদুদ ভূঞা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাব উপদেষ্টা কাবেরী জালাল, উপজেলা আ.লীগের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া পৌরসভার মেয়র, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব উপদেষ্টা আসাদুল হক ভূঞা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল এবং প্রেসক্লাবের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঞা প্রমুখ।

এর আগে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক রুকন উদ্দিন এবং পবিত্র ত্রিপিঠক পাঠ করেন সাংবাদিক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস।
আলোচনা শেষে প্রয়াত প্রবীণ দুই সাংবাদিকের স্ত্রীদ্বয়ের হাতে পঞ্চাশ হাজার টাকা করে চেক তুলে দেন অতিথিগণ।
অনুষ্ঠানে সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাব সদস্য, জনপ্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব ১৯৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এর সহযোগী সংগঠন কেন্দুয়া প্রেসক্লাব কল্যাণ ট্রাস্ট ২০১২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলে এ পর্যন্ত চারজন নিহত সাংবাদিক পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করছেন কেন্দুয়া প্রেসক্লাব কল্যাণ ট্রাস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com