স্টাফ রিপোর্টার ঃ নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের অপরাধে মাদক ব্যবসায়ীর ১ সদস্য গ্রেফতার সহ ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (০৫ জানুয়ারী) সদর উপজেলার বোররচর এলাকা হতে তাকে গ্রেফতার করে। কোতোয়ালী থানা এলাকায় মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে এসআই মোঃ আল মামুন, এএসআই নুর ইসলাম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন বোররচর ভাটিপাড়া সাকিনস্থ ধৃত আসামী মুকছেদুল হক সহ (৩৫), পিতা-সবুর শেখ এর বসতঘরে হতে নিষিদ্ধ মাদক দ্রব্য ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখিত বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-১২/১২, তারিখ-০৫/০১/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়। মাদক উদ্ধার সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার অভিযান অবাহত আছে।
আপনার মতামত লিখুন :