ক্ষুদে ডাক্তার কার্যক্রম বাস্তবায়নে মসিকের এডভোকেসি সভা অনুষ্ঠিত


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৩, ৪:২৭ অপরাহ্ন / ১৯৭
ক্ষুদে ডাক্তার কার্যক্রম বাস্তবায়নে মসিকের এডভোকেসি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সংক্রান্ত এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, শিশুদের সচেতন করলে তা কার্যকর ও সফল হয়। ক্ষুদে ডাক্তার কার্যক্রম শিশুদেরকে সচেতন করে গড়ে তুলতে বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কার্যক্রম বাস্তবায়নে প্রতিটি বিদ্যালয়কে গুরুত্ব দিতে হবে যেন প্রান্তিক পর্যায়ের বিদ্যালয়েও যথাযথভাবে এ কার্যক্রম বাস্তবায়িত হয়। মেয়র আরও বলেন, বিদ্যালয় বহির্ভূত যে সকল শিশু রয়েছে, তাদের কাছেও সচেতনার বার্তা নিয়ে যেতে হবে। মেয়র আরও জানান, অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলেও শিশু অসুস্থ হতে পারে, তাই শিশুর যেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে ওঠে তার প্রচেষ্টা চালাতে হবে।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের টিকাদান সুপারভাইজার, স্বাস্থ্যকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।