রঞ্জন মজুমদার শিবু : ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুফিদুল আলম বলেছেন, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলে আমাদের দেশকে পরিচিত করতে আমাদের ভালো মানের খেলোয়াড় তৈরী করতে হবে। এটাই ক্রীড়া দিবসের মূল উদ্যেশ্য। রবিবার (৬ এপ্রিল) সকালে ময়মনসিংহে ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৪-২৫ এর অংশ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে হবে। বিশে^র যে কোন দেশে বড় বড় খেলার আয়োজন করা হয় সেখানে সেই দেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হয়। ঐদেশের সংস্কৃতিকে তুলে ধরা হয়। জেলা প্রশাসক বলেন, ময়মনসিংহে ভালো মানের খেলোয়াড় আছে। আশা রাখি সেখান থেকে ভালো মানের খেলোয়াড় তৈরী করতে সক্ষম হব। আপনাদের ঐকান্তিক সহযোগিতায় আমরা সেই মানের খেলোয়াড় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিতে চাই।
জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় “তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়” এই শ্লোগানে এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসক মুফিদুল আলম সহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি, খেলোয়াড় বৃন্দ অংশ গ্রহণ করেন। র্যালী শেষে সার্কিট হাউজ মাঠে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার আল আমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার বিভাগীয় সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার সদস্য লিটন আকন্দসহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :