স্টাফ রিপোর্টার ঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্যাপনের অংশ হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহের ব্যবস্থাপনায় ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। টুর্নামেন্ট বিভাগের ৪ জেলার ৮টি জেলা দল অংশ গ্রহণ করবে। উদ্বোধনী দিনে সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর নেত্রকোণা সরকারি কলেজকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে জয়লাভ করে। ময়মনসিংহ মহাবিদ্যালয় পূর্বধলা সরকারি কলেজ নেত্রকোনাকে ৫-০ গোলে পরাজিত করে জয়লাভ করে। ছানুয়ার হোসেন মডেল কলেজ, শেরপুর উপস্থিত না থাকায় আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজ, ময়মনসিংহ ওয়াকওভারে জয়লাভ করে। জালমাহমুদ কলেজ, শেরপুর উপস্থিত না থাকায় ড. আব্দুল মজিদ কলেজ, জামালপুর ওয়াকওভারে জয়লাভ করে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এসময় তিনি বলেন, আজকের এই খেলা অত্যন্ত উপভোগ্য হবে। খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে আপনাদের নৈপূন্য প্রদর্শণ করবেন। ঝলসে উঠবে তারুণ্য, ভেসে যাবে মাদকাশক্তি, মোবাইল আসক্তি থেকে শুরু করে সকল সামাজিক ব্যধি। আমরা একটা সুন্দর ভাবিষ্যতের প্রত্যাশায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে ধারন করে আমরা একটি প্রগতিশীল ময়মনসিংহ উপহার দিব।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। তিনি বলেন, ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে খেলা শেষে শুরু হবে জাতীয় পর্যায়ে। এই টুর্নামেন্ট গত বছর থেকে শুরু হয়েছিল এবং কলেজের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে এবং তাদেরকে খেলাধুলায় সম্পৃক্ত করার তাগিদ নিয়ে আমাদের এই আয়োজন। এই টুর্নামেন্ট সফল ভাবে সমাপ্তি করার জন্য সকলের কাছে সহযোগিতা আহবান করছি। এই আয়োজনের মধ্য দিয়ে ভালো খেলোয়াড় জাতীয় পর্যায়ে চলে আসে। এই প্রত্যাশা ব্যক্ত করছি।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) ইউসুফ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
বিভাগীয় কমিশনারের স্টাফ অফিসার ইবনে মিজান, আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, প্রশসনের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :