শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

গৌরীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যের ধান বীজ ও সার বিতরণ

রিপোর্টার / ১১০ ভিউ
আপডেট সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ২:৪০ অপরাহ্ন

গৌরীপুর সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে উফশী আউশ ধান উৎপান বৃদ্ধির লক্ষে ২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ধান বীজ ও সার প্রণোদনা প্রদান করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কার্যালয়ের আয়োজিত এ অনুষ্ঠানে সুবিধাবোগী প্রত্যেক কৃষককে পাঁচ কেজি উন্নতজাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরীফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com