স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়র মোঃ গোলাম ইয়াজদানীর উপর দুবৃত্তদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী সাহাবুদ্দিন সহ সকল হামলাকারীর অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ এলজিইডি কার্যালয়ের সামনে এক মানববন্ধন করেছেন সকল ইঞ্জিনিয়ার ও কর্মকর্তাগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগ এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ কামরুল হাসান, নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জমান প্রমুখ। কর্মকর্তাগণ বলেন, গত রোববার ২৯ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাইগার পাস এলাকায় অস্থায়ী প্রধান কার্যালয়ে নিজ অফিস কক্ষে ১৫/২০ জন ঠিকাদার প্রবেশ করে প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়র মোঃ গোলাম ইয়াজদানীর উপর চড়াও হয় এবং তারা তাকে বেদম মারধর করে। এসময় হামলাকারীরা ইঞ্জিনিয়ারের নাম ফলক ও টেবিলের কাঁচ ভেঙ্গে ফেলে। এহামলাকারীদের নেতৃত্বে ছিল সন্ত্রাসী ঠিকাদার সাহাবুদ্দিন। অবিলম্বে এই হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
আপনার মতামত লিখুন :