স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সুখী-সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখতেন। তাঁর স্বপ্নকে ধূলিস্মাৎ করতে ১৯৭৫ এর এই দিনে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করা না হলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হত।
মঙ্গলবার (১৫ আগষ্ট) বেলা ১২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৫ আগস্ট কালরাতে নিহত জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও নগরভবন প্রাঙ্গণে গণভোজ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলন মেয়র।
তিনি আরও বলেন, জাতির পিতার স্বপ্নকে সার্থক করতে হবে। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন বা¯তব হয়ে উঠবে। এজন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নকে সার্থক করতে হবে।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৭ টায় সার্কিট হাউজ সংলগ্ন “ময়মনসিংহে বঙ্গবন্ধু” ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এছাড়াও, দিনব্যাপী তিনি রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামী লীগ এর বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠন আয়োজিত শোকসভা, দোয়া মাহফিল ও গণভোজে অংশগ্রহণ করবেন।
আপনার মতামত লিখুন :