জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাসির উন্নয়নে অত্যন্ত আন্তরিক-মেয়র টিটু


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৩, ২:০৬ অপরাহ্ন / ২৪১
জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাসির উন্নয়নে অত্যন্ত আন্তরিক-মেয়র টিটু

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাসীর উন্নয়নের জন্য সকল সময় আন্তরিক ভাবে আমাদের যে কোন চাহিদাকে পুরন করার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। যার কারণে আমরা ময়মনসিংহ বাসির জন্য কিছু কাজ করার সুযোগ পেয়েছি। শুক্রবার (০৬ জানুয়ারী) বিকেলে নগরীর ৬ নং ওয়ার্ডে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় আকুয়া ভাঙ্গা ব্রীজ সংলগ্ন নব নির্মিত ২৫ হর্স পাওয়ারের প্রতি ঘন্টায় ৭৫ হাজার লিটার পানি উত্তোলনে সক্ষম পাম্প হাউজ স্থাপন উদ্বোধনকালে মেয়র একথা বলেন। মেয়র আরও বলেন, বৈশ্বিক মহামারি করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমাদের উন্নয়নের গতি বাধাগ্রস্থ হয়েছে। এই প্রতিবন্ধকতা না থাকলে আমরা আরো বেশী উন্নয়ন আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম। আমরা চেষ্টা করে যাচ্ছি এই সীমাবদ্ধতার মধ্য থেকেও আপনাদের জন্য কাজ করতে পারি। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সংকট কাটিয়ে আমরা আরো দুর্বার গতিতে এগিয়ে যাব। ময়মনসিংহ শহরকে বসবাস যোগ্য সন্দর শহর হিসেবে গড়ে তুলব। মেয়র আরো বলেন, অত্র এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ইতোমধ্যে হয়েছে। অন্যান্য কাজ চলমান রয়েছে। নতুন যে রাস্তা গুলি বাকি আছে সেগুলিও বাস্তবায়নে কাজ করব। এছাড়াও আলোকিত নগর গড়ার লক্ষ্যে আগামী কয়েকদিনর মধ্যে আপনাদের এলাকার আধুনিক এলইডি বাতির উদ্বোধন করা হবে।
উদ্বোধনকালে ৬নং ওয়ার্ডের সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ২৮,২৯,৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর কাওসার-ই-জান্নাত, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ আজাহারুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম এ কদ্দুছ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।