জাতির ইতিহাসে বেদনাবিধুর ও কালিমালিপ্ত দিন ৩ নভেম্বর-গণপূর্ত প্রতিমন্ত্রী


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২২, ৩:০৭ অপরাহ্ন / ২৪৮
জাতির ইতিহাসে বেদনাবিধুর ও কালিমালিপ্ত দিন ৩ নভেম্বর-গণপূর্ত প্রতিমন্ত্রী

রঞ্জন মজুমদার শিবু : ৩ নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে নগরীর কলেজ রোডস্থ সৈয়দ নজরুল ইসলামের বাস ভবন চত্বরে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এসময় তিনি বলেন, ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে আরো একটি কালো দিন। বাঙ্গালী জাতির ইতিহাসের বেদনাবিধুর ও কালিমালিপ্ত দিন। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এ দিনটি। এই দিনে ঢাকা কেন্দ্রিয় কারাগারে বন্দি অবস্থায় নির্মম ভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতাকে। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান। তিনি আরো বলেন, বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম দেশটিকে পরাজিত শক্তিরা তাদের কবজায় নেওয়ার জন্য ইতিহাসের নারকীয় এই হত্যাযজ্ঞ চালিয়েছিল। আজও ৭১ এর পরাজিত শক্তি দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার জন্য তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী বিএনপির উদ্যেশ্যে বলেন, আওয়ামীলীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নাই। আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামীলীগের জন্ম। আন্দোলন করে আওয়ামীলীগকে হটানো যাবে না। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। দেশের উন্নয়ন দেখে তাদের গাত্রদাহ হচ্ছে। বিশ্ব বাজারে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশ অনেক ভাল আছে। বর্তমান সরকারের প্রচেষ্টায় মুদ্রাস্ফিতি ভাল আছে। প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। জেল হত্যারও বিচার হবে এদেশের মাটিতে অপেক্ষায় থাকুন। আগামীদিনেও ভোটের মাধ্যমে আওয়ামীলীগ সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে কাজ করতে হবে।
মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মীর শহীদ উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জাসদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন, ওয়াকার্স পার্টি জেলা শাখার সভাপতি ডাঃ সুজিত বর্মণ, মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, মহানর মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদা তাহমিনা প্রীতি প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় মহানগর আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকল শহীদদের আতœার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম।