জাপা’র প্রেসিডিয়াম সদস্য এমপি ফখরুল ইমাম বলেন, জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাসী ও নির্বাচন মুখী দল। গণতান্ত্রিক রাস্ট্রে নির্বাচনের কোন বিকল্প নেই। একটি মহল নির্বাচনকে পাসকাটিয়ে অগণতান্ত্রিক সরকারের পায়তারা করছে তাই সকলকে এব্যপারে সজাগ থাকতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ত্বের পক্ষের দল জাতীয় পার্টি, আগামী নির্বাচনেও মুক্তিযোদ্ধের পক্ষে ও সাংবিধানিক নিয়মেই নির্বাচনে অংশগ্রহণ করবে। শুক্রবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজারের ৮৫লাখ টাকা ব্যয়ে আরসিসি, এইচবিবি রাস্তা, টয়লেট ও ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাইজবাগ ইউনিয়ন জাপা’র সভপাতি সাবেক চেয়ারম্যান আনোয়ার পারভেজের সভাপতিত্বে লক্ষ্মীগঞ্জ বাজারে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জাপা’র কার্যকরী কমিটির সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সহ-সভাপতি রাজিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির, উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, মাইজবাগ ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বাবুল, বড়হিত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব ভুইঁয়া, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্র সমাজের কেন্ত্রীয় কমিটির সহ-সভাপতিএএইচএম সারোয়ার, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক জিএস আবু বাহারুল আলম মজনু, লক্ষ্মীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারেছ উদ্দিন সরকার, বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক একরাম হোসেন বাচ্চু, ইউনিয়ন যুবলীগের সভাপতি সরজুল ভুইঁয়া প্রমূখ।##
আপনার মতামত লিখুন :