জাতীয় ভোটার দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ২, ২০২৩, ১:৫৬ অপরাহ্ন / ১০৬
জাতীয় ভোটার দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা

স্টাফ রিপোর্টার : “ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ এই শ্লোগানে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহ আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গনে ৫ম জাতীয় ভোটার দিবসের র‌্যালী বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস বেলুন উড়িয়ে উদ্বোধন করেন। এসময় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন, স্থানীয় সরকারের পরিচালক ফরিদ আহমেদ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম শাহ, অতিরক্তি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, হবিবুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য র‌্যালীটি বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে নগরীর গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে আঞ্চলিক নির্বাচন অফিস প্রাঙ্গণে গিয়ে গিয়ে শেষ হয়। সেখানে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরন ও নতুন ভোটারদের নিব্ধনকার্যক্রম উদ্বোধন করা হয়। পরে আঞ্চলিক নির্বাচন অফিস হল রুমে ৫ম জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন নির্বাচন কমিশন ভোটার তালিকাভুক্তির পাশাপাশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্রও প্রদান করে থাকে, আঠারো বৎসরের উর্ধ্বে সকল নাগরিকের ছবি ও আঙ্গুলের ছাপের বায়োমেট্রিক তথ্যসহ কম্পিউটার ভিত্তিক ডাটাবেইজ নির্বাচন কমিশন প্রস্তুত করছে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ব্যাক্তির সঠিক পরিচয় যাচাই করে সকল সরকারী চাকরিজীবীর বেতন, পেনশন, মুক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবা ভাতা প্রদানসহ বিভিন্ন রাষ্ট্রীয় সেবা প্রদান সম্ভব হচ্ছে। জাতীয় বা স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এবং প্রতিনিধি নির্বাচনের জন্য একজন নাগরিককে অবশ্যই ভোটার হতে হবে। র‌্যালী ও আলোচনা সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।