জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ডায়াবেটিস দিবসের এবারে প্রতিপাদ্য ছিল ”আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন”। এ উপলক্ষে গত ১৪ নভেম্বর সোমবার জামালপুরে ডায়াবেটিস জেনারেল হাসপাতালের আয়োজনে এক বিশাল র্যালি বের হয়ে হাসপাতাল চত্বরে শেষ হয়। পরে হাসপাতাল হল রোমে ডাক্তার,রোগি,সাংবাদিকসহ সচেতন নাগরিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিভিন্ন দিক তোলে ধরে বক্তব্যে রাখেন হাসপাতালের প্রধান নির্বাহী ডা.মোশায়েদুল ইসলাম রতন,সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। চিকিৎসকরা উল্লেখ করেন, ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেকের বেশি মানুষ জানেনই না,তাঁরা এই রোগে আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিৎসকেরা উল্লেখ করেন, সাধারণত ৩৫ বছরের বেশি বয়সীদের টাইপ-২ (শরীরে ইনসুলিনের ঘাটতি থাকে) এজন্য আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকি থাকে। খাদ্যাভাসে কার্বোহাইডেড খাবার পরিবর্তন ও নিয়মিত শরীরচর্চা করলে ৭০ শতাংশ ডায়াবেটিস রোগ প্রতিরোধ করা সম্ভব। এ জন্য সবচেয়ে বেশি জরুরি মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি। হাসপাতালের প্রধান নির্বাহী ডা.মোশায়েদুল ইসলাম তিনি উল্লেখ করেন,যেহেতু জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে বর্তমানে আধুনিক যন্ত্রপাতি যুক্ত রয়েছে তাই ইমার্জেন্সিসহ সা¯্রয় মুল্যে সবধরণের রোগের চিকিৎসার করা হয়ে থাকে।
আপনার মতামত লিখুন :