স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ সংগঠিত কর, বৈষম্যের অবসান কর, সুশাসন ও সমাজতন্ত্রের পথ ধর, নিত্য-প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমাও” শ্লোগানে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর প্রতিষ্ঠার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা ও মহানগর জাসদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে নগরীর মদনবাবু রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জাসদ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন এর সঞ্চালনায় সমাবেশে মহানগর জাসদ সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদ সহ-সভাপতি রতন সরকার, যুগ্ম সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, মহানগর জাসদ সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান তাপস, যুগ্ম সাধারণ সসম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক পারভেজ শাহনেওয়াজ লিটন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে গাঙ্গিনার পাড়, ষ্টেশন রোড, রামবাবু রোড, নতুন বাজর মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :