স্টাফ রিপোর্টার ঃ “চল ফুটবল খেলি” শ্লোগানে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়া, জেলা ক্রীড়া অফিস ময়মমনসিংহ ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে প্রন্তিক পর্যায়ের মেয়ে শিশুদের মাঠ মূখি করা, খেলাধুলার সার্বিক প্রসার নিশ্চিত করা এবং নারীর প্রতি সহিংসতা দুরীকরণের লক্ষ্যে ময়মনসিংহে জেলা ভিত্তিক মেয়েদের সপ্তাহব্যাপী (১১-১৮ ডিসেম্বর) সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ৩০ জন মেয়ে নিয়ে ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে জেলা এবং বিভাগ ভিত্তিক নারী ফুটবল দল গঠন করা যা পরবর্তীতে জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে। সর্বোপরি এই প্রশিক্ষণের মাধ্যমে নারী ফুটবল দলকে সমৃদ্ধ করবে।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে নগরীর ৩নং ওয়ার্ডের উমেদ আলী মাঠে প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি বিতরণের মাধ্যমে প্রশিক্ষণের শুভ সূচনা করেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ইউনিসেফ প্রতিনিধি সিএম. রোজিনা আক্তার, স্কেটিং কোচ শাহিন আলম, প্রশিক্ষক বাফুফে লাইসেন্স ধারী কোচ মনোয়ার হোসেন মনির, বোরহান উদ্দিন, জেলা ক্রীড়া অফিসের অফিস সহকারী নাছির উদ্দিন ও সাংবাদিক বৃন্দ।
আপনার মতামত লিখুন :