ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুর ও ধর্ম অবমাননার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৩, ৪:০১ অপরাহ্ন / ২০৭
ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুর ও ধর্ম অবমাননার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : সম্প্রতি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকাসহ সারা দেশে মূর্তি ভাঙচুর ও ধর্ম অবমাননার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রিয় সহ-সভাপতি ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায় এর সভাপতিত্বে, মহানগরের সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায় এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, মহানগর সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী সুজিত বর্মন, এডভোকেট শ্রী প্রবীর মজুমদার, মহানগর আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তপন দে, অধ্যক্ষ তাপস কুমার সাহা, মহানগর শিক্ষা ও গবেষণা সম্পাদক শ্রী সুব্রত সিংহ, মহানগর উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী খোকন মজুমদার, উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক হিরেন্দ্র চন্দ্র রায়, যুব ঐক্য পরিষদের সভাপতি লিটন দাস, শ্রী বিমান সরকার, শ্রী পিযুষ কান্তী রায়, সদর উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, রথিন্দ্র চন্দ্র চক্রবর্তী, শ্রী গৌতম কর্মকার, বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র দে, শ্রী জোর্তিময় সাহা, মিলন কুমার চক্রবর্তী, খোকন দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে সকল জাতি ধর্ম বর্ণ মিলে মিশে আমরা শান্তিপূর্ন ভাবে বসবাস করছি। কিন্তু একটি গোষ্ঠী ধর্মের নামে বিশৃংখলা সৃষ্ঠি করে আমাদের মাঝে বিভেদ তৈরী করছে। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি অসম্প্রদায়ীক চেতনায় বিশ্বাসী। আমরাও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমরা নিরাপদে বাংলাদেশে থাকতে চাই। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখনও সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। আমরা এর প্রতিকার চাই। সম্প্রতি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা সহ সারা দেশে মূর্তি ভাঙচুর ও ধর্ম অবমাননাকারীদের তীব্র ন্দিা জানাই এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।