সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

তারুণ্যের মেধা এবং প্রযুক্তি শক্তিকে একত্রিত করে বিশ্ব জয় করা সম্ভব-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

রিপোর্টার / ১২২ ভিউ
আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ৩:২৭ অপরাহ্ন

ধোবাউড়া প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আমাদের তরুণ তরুণীদের জব ক্রিয়েটর হতে হবে, তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তিকে যদি আমরা একত্রিত করে দিতে পারি তাহলেই বিশ্ব জয় করা সম্ভব।রবিবার সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়ায় গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন,অল্প সময়ে আমি ধোবাউড়ার মানুষের সাথে মিশে গেছি,আমি চিরকাল ধোবাউড়ার কথা মনে রাখব।এসময় প্রধানন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতিমন্ত্রী ফ্রিল্যান্সার তৃষ্ণা দিওকে ল্যাপটপ উপহার দেন।প্রতিমন্ত্রীর আগমনে গারোদের ব্যাপক আয়োজন ছিল। শুরুতেই আদিবাসী গান ও নৃত্য দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করা হয়্।পরে প্রধান অতিথিকে মঞ্চে গারোদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১,(হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং,উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ফাতেমা জান্নাত,অফিসার ইনচার্জ টিপু সুলতান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন,সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস,জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com