শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এম পি বলেছেন কবি নজরুল সকল কুসংস্কারের, ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন। তিনি ধূমকেতুর মতো আর্বিভাব হয়েছিলেন। তিনি অসংখ্য গল্প, কবিতা, গান রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধি করেছেন। যার ফলে তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন। তিনি সাম্প্রধায়িকতার বিরুদ্ধে হুশিয়ারি উচ্ছারন করেছেন। কবি নজরুল জয়বাংলা বলেছেন আর বঙ্গবন্ধু তা বাস্তবে রুপ দিয়েছেন। শিক্ষা মন্ত্রী গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে নজরুল মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ^াসের সভাতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্মমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, বাংলাদে বার কাউন্সিল রিলিফ কমিটির চেয়ারম্যান জালাল উদ্দিন খান, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌর মেয়র এ.বি.এম আনিছুজ্জামান, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা। অনুষ্ঠানে স্বারক বক্তা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। এ দিকে সরকারি নজরুল একাডেমী মাঠে নজরুল গ্রামীণ মেলা নারীশিশুসহ ব্যাপক উপস্থিতি হয়েছে।
আপনার মতামত লিখুন :