বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

ত্রিশালে সড়ক দূর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত ঃ আহত ৭

রিপোর্টার / ৫৮ ভিউ
আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। রোববার (১২ মার্চ) রাত ২ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার রাঙামাটি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান হতাহতরা সবাই জেলার ধোবাউড়া উপজেলার বাসিন্দা। মাইক্রোবাসটি যাত্রী নিয়ে ধোবাউড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। নিহতরা হলেন, ধোবাউড়া উপজেলার খামারবাসা গ্রামের আক্কাস আলীর স্ত্রী দোলেনা খাতুন (৪৮), তোতা মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন (৫২), মুন্সিপাড়া গ্রামের রুবেলের ছেলে আশিক (৭)। নিহত অপর মহিলার পরিচয় এখনো পাওয়া যায়নি।
ওসি মাঈন উদ্দিন বলেন, রোববার রাতে ধোবাউড়া থেকে নারী-শিশুসহ ১৬ যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল মাইক্রোবাসটি। তাতে স্ত্রী রেজিয়া বেগমকে নিয়ে ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন তোতা মিয়া। অন্যরা কাজের উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন। পরে রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল রাঙামাটি এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে দুই নারীসহ চারজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি দগ্ধে আহত ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহত দোলেনা খাতুনের স্বামী গুরুতর আহত আক্কাস আলীকে (৫২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খামারবাসা গ্রামের মেহের আলীর ছেলে তোতা মিয়া (৬০), হামিদুলের ২ বছর বয়সী শিশু ইয়াসমিন, নিহত শিশু আশিকের বাবা রুবেল (৩০) ও মা ফেরদৌসী (২৬) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আহতরা কেউ শঙ্কামুক্ত নন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com