স্টাফ রিপোর্টার ঃ দুর্গাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় কেবনফুল নামীয় একটি হোটেলকে অর্থদন্ড প্রদান করা হয়েছে সোমবার । নোংরা খাবারের অভিযোগ করে ক্রেতা সাধারণ হোটেল মালিক আবুল কাশেম কে অবহিত করলেও এ নিয়ে কোন সাড়া পাওয়া যায়নি। ক্রেতাদের সাথে দুর্ব্যবহার করা হয় এমন অভিযোগও উঠে এসেছে এই প্রতিষ্ঠানটিতে । এরই ধারাবাহিকতায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া হোটেলটি পরিদর্শন করেন এবং নোংরা, পঁচা, ভাসি খাবার পরিবেশনের অপরাধে ভোক্তা অধিকার আইনে বিশ হাজার অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আর যেন নোংরা বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পরিবেশন না করে সেজন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।
আপনার মতামত লিখুন :