ষ্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে “বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতিতে প্রবীণ প্রতিবন্ধী ও মাদকসেবীদের অধিকার ও মর্যাদাশীল জীবন যাপনে সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বুধবার । দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমীতে এসডিডিবি প্রকল্প কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়। দুর্গাপুর উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম এর সভাপতিত্বে এবং কারিতাস এসডিডিবি এর এ্যানিমেটর সারেন তজু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সানিয়াত সন্ধানী, দুর্গাপুর প্রেসক্লাব এর সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হক, মোহাম্মদ আব্দুল হাই, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার, দেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু পন্ডিত প্রমুখ । এ সময় সরকারী-বেসরকারী প্রতিনিধি, কুল্লাগড়া ও দুর্গাপুর ইউনিয়নের ক্লাব/ফোরামের সদস্যগন উস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :