স্টাফ রিপোর্টার : শ্রী শ্রী বাবা লোকনাথ চৈতন্য সংঘ (মন্দির ও সেবাশ্রম) এর সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও অসহায় হিন্দু পরিবারের মাঝে নারকেল চিড়া চিনি ও সিঁদুর বিতরণ করা হয়েছে। শনিবার (০১ অক্টোবর) সকালে ময়মনসিংহ নগরীর পুরাতন গুদারাঘাটস্থ মন্দির প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরণ করা হয়। অত্র সংঘের সভাপতি শ্রী বাবুল রায় এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরীর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অত্র সংঘের কার্যকরী কমিটির অন্যান নেতৃবৃন্দসহ সুবিধা ভোগী সনাতন ধর্মালম্বী নার-িপুরুষ উপস্থিত ছিলেন।