সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:২৮ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ জিরো টলারেন্স হিসেবে কাজ করে যাচ্ছে -আইজিপি

রিপোর্টার / ১১৭ ভিউ
আপডেট সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৫:৩১ অপরাহ্ন

রঞ্জন মজুমদার শিবু ঃ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ জিরো টলারেন্স হিসেবে কাজ করে যাচ্ছে। সকল ক্ষেত্রে পেশাদারিত্বের সাথে পুলিশ বাহিনী কাজ করছে, যে কোন ধরনের বিশৃঙ্খলা মোকাবিলার সক্ষমতা রয়েছে বাংলাদেশ পুলিশের। সোমবার (১২ ডিসেম্বর) সকালে মযমনসিংহে সার্কিট হাউস মাঠে আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২২-২৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর উপর হামলা, হলি আর্টিজান থেকে শুরু করে ৬৩ জেলায় জঙ্গি হামলা সব ঘটনাই সকলে মিলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে যত নাশকতার চেষ্ঠাই হোক না কেন আইনগতভাবে প্রতিহিত করা হবে। পুলিশ পেশাদারিত্ব বজায় রেখে সকল চ্যালেঞ্জ মেকাবেলায় প্রস্তুত রয়েছে।
পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞার সভাপতিত্বে র‌্যাব ময়মনসিংহের পুলিশ সুপার জয়িতা শিল্পীর সঞ্চালনায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম আরো বলেন, ময়মনসিংহের মানুষ শান্তি প্রিয়। এই অঞ্চলের মানুষ আমাকে ( ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে) পেয়ে আবেগে আপ্লুত হন, মন থেকে ভালবাসেন। সেই আবেগ ও ভালবাসাকে প্রাধান্য দিয়ে সকলকে সাথে কাজ করেছি। আমি আইজিপি হওয়ায় ময়মনসিংহে মানুষ বেশি খুশি হয়েছে। ময়মনসিংহের সাথে আমার আত্বার সম্পর্ক গড়ে উঠেছে। এ জন্য আমি কৃতজ্ঞ। ময়মনসিংহবাসির আন্তরিকতার ছোয়া আমার পরিবার সারাজীবন মনে রাখবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) পুলিশ হেড কোয়ার্টার ব্যারিস্টার হারুন অর রশিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, গাজীপুর মেট্টোপলিটনের পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাফিজার রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। টুর্ণামেন্টে মোট ১৩ টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় রেনেসা ক্লাব ও জিল্লুর রহমান স্মৃতি সংসদ অংশগ্রহন করেন। জাতীয় সঙ্গিত পরিবেশন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এর আগে আইজিপি ময়মনসিংহে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে ময়মনসিংহ জেলা পুলিশ লাইনস্ মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী ক্রীড়া নৈপূণ্য উপভোগ এবং পুরস্কার বিতরণ করেন। দুপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহ ও প্রতিবন্ধি আতœ উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধিদের জীবমান উন্নয়নে সহায়তা প্রদান করেন পুনাক বাংলাদেশ সভানেত্রী ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পতœী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
আইজিপি ও পুনাক সভানেত্রী ময়মনসিংহে আগমন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) পুলিশ হেড কোয়ার্টার ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্) আবিদা সুলতানা, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের এসপি মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ মাহফুজুর রহমান সহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্দ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com