দেশ ও জন মানুষের কল্যাণে কাজ করছে যুগান্তর- ইউএও হাফিজা জেসমিন


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৩, ২:৫১ অপরাহ্ন / ১৪১
দেশ ও জন মানুষের কল্যাণে কাজ করছে যুগান্তর- ইউএও হাফিজা জেসমিন

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : যুগান্তর দেশ ও জন মানুষের কল্যাণে নির্ভিক সংবাদ পরিবেশন করছে। মানুষের সুখ-দুঃখ, কর্মসংস্থান, সমৃদ্ধি এবং দেশের উন্নয়ন সম্ভাবনা, সমৃদ্ধিতে গুরুত্বপুর্ন ভূমিকা রাখছে। যুগান্তর ২ যুগে পদার্পন উপলক্ষে রোববার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন।

ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বজন উপদেষ্টা, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুছ সাত্তার কমান্ডার বলেন, জীবন বাজি রেখে দেশ প্রেমে আকৃষ্ট হয়ে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা অর্জনে মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের ত্যাগ জাতী কখনো ভূলবে না। তার রেখে যাওয়া যমুনা গ্রুপ, যুগান্তর লাখো মানুষের কর্মসংস্থান করে গেছেন তা আজীবন মানুষ ভূলবে না। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ।

যুগান্তর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্ঠা সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের নেতৃত্বে যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর সভাপতিত্বে ও প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা, স্বজন উপদেষ্টা আব্দুছ সাত্তার কমান্ডার, জেলা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বজন উপদেষ্টা আবুবকর সিদ্দিক দুলাল ভুইয়া, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোস্তাছিনুর রহমান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ, স্বজন উপদেষ্টা রফিকুল ইসলাম খাঁন, ময়মনসিংহ পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর সভাপতি রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, স্বজন উপদেষ্টা আব্দুল হাদী, কবি সোহরাব পাশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, স্বজন উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক মৃত্যুঞ্জয় লাহেরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পল্লি বিদ্যুৎ সমিতি-৩ ঈশ্বরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম অনিতা বর্মণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, সমবায় কর্মকর্তা নিবেদিতা কর, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কায়সার তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ওয়ালিউল্লাহ্ রাসেল, সাংবাদিক সেলিম, মুহাম্মদ আলী, হাবিবুর রহমান হাবিব, জাহিদ হাসান, আর কে রাজু, তানভীর হোসেন, ফয়সল আহমেদ ও স্বজন সমাবেশের সদস্যবৃন্দ।

আলোচনা শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করে কেক কাটা ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।