ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে অষ্টমীস্নান অনুষ্ঠিত


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৩, ২:৫৮ অপরাহ্ন / ১৩০
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে অষ্টমীস্নান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার (২৯ মার্চ) সকালে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। এদিন ভোরবেলা থেকেই ব্রহ্মপুত্র নদের তীরে বিপুলসংখ্যক পুণ্যার্থী এসে ¯œান উৎসবে অংশ গ্রহণ করেন। এসময় মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী, কলা, ডাব, আম্রপল্লব নিয়ে পুণ্যার্থীরা স্নানে অংশ নেন। ময়মনসিংহ নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের থানাঘাট, কাচাঁরীঘাট, গুদারাঘাট, বেগুনবাড়ী ঘাট, কালিবাড়ী ঘাট ও কালিরবাজার (ফাতেমানগর) এলাকাসহ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন ঘাটে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা পুন্যার্থীদের ঢল নেমেছে নদের তীরে। প্রায় ৪শ’ বছর ধরে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এ পুণ্যস্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা। পাপমোচনের আশায় হাজার হাজার পুণ্যার্থীরা পালন করে পূজাঁ পার্বন ও বিভিন্ন ধর্মীয় আচাঁর অনুষ্ঠান। ঠাকুর, পুরুহিতরা এই আচাঁর অনুষ্ঠান পালনে সহযোগিতা করেন থাকেন। এছাড়াও পুণ্যস্নানের পাশাপাশি পুণ্যার্থীরা দেশ ও দেশের সকল জনগনের মঙ্গল ও শান্তি কামনায় প্রার্থনা করেন। প্রার্থনা করেন দেশে সব সময় শান্তিপূর্ণ পরিবেশে সাম্প্রদায়িক সম্বপ্রীতি বজায় রেখে হিংসা বিদ্ধেষ ভুলে সব সম্প্রদায়ের লোক একত্রে শান্তিতে বসবাস করতে পারেন। ধর্মীয় বিশ্বাস আর অনুভ’তি থেকে প্রতি বছরেই পাপমোচনের জন্যে এখানে স্নান করতে আসেন পুন্যার্থীরা।
চৈত্রমাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে গঙ্গা এই ব্রহ্মপুত্রে আসেন, এই সময়েই পুণ্যার্থীরা পাপ মোচন ও কল্যানের জন্যে স্নান করতে এই ব্রহ্মপুত্র নদে আসেন। অষ্টমী উপলক্ষ্যে দুর্গাবাড়ী মন্দির প্রাঙ্গনে মেলা বসেছে। ময়মনসিংহ ব্রহ্মপুত্র তীরের কাচারীঘাটের দিক থেকে শুরু করে সকল ঘাট এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও গতকাল নগরীর দুর্গাবাড়ী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে বাসন্তী পূজা।