ধোবাউড়ায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৪:৩৪ অপরাহ্ন / ১৯২০
ধোবাউড়ায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

ধোবাউড়া প্রতিনিধি ঃ  ময়মনসিংহের ধোবাউড়ায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে এই সভা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন,সহ সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন,অফিসার ইনচার্জ টিপু সুলতান,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল,আনোয়ার হোসেন খান,হারুন অর রশিদ,হুমায়ন কবির সরকার,সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মকর্তা আঃ আওয়াল। সভায় বাল্য বিবাহ রোধে প্রয়োজনীয় পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।