ধোবাউড়ায় ভূমিহীন থেকে স্বাবলম্বী হওয়ার পথে আশ্রয়ণের বাসিন্দারা


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৩, ১:৫১ অপরাহ্ন / ২২০
ধোবাউড়ায় ভূমিহীন থেকে স্বাবলম্বী হওয়ার পথে আশ্রয়ণের বাসিন্দারা

আবুল হাশেম, ধোবাউড়া প্রতিনিধি : চন্দারচড় গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া। বয়স ৫৫ বছর। ছিল না থাকার মত কোন জায়গা জমি। আশ্রয়হীন এই মানুষটি জীবিকার তাগিদে এদিক সেদিক ছুটাছুটি করে জীবিকা নির্বাহ করতেন। অনেকটা নুন আনতে পান্তা পুরোই অবস্থা। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পেয়ে গেলেন একটি পাকা ঘর। এমন আরও অনেক ভূমিহীনের জায়গা হয়েছে আশ্রয়ণের ঘরে। নিরাপদ আশ্রয়স্থল পেয়ে তারা এখন স্বাবলম্বী হওয়ার পথে ।ময়মনসিংহের ধোবাউড়ায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে জমিসহ পাকা ঘর পেয়েছেন ভূমিহীনরা। ভূমিহীনদের তকমা মুছে সুন্দর জীবনের স্বপ্ন দেখছেন তারা। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন এর সার্বিক তত্বাবধানে যাছাই বাছাই করে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ক শ্রেণীর ২৫১ টি পরিবারকে চিহ্নিত করা হয়।এই কাজে গ্রামে গ্রামে গিয়ে সহায়তা করেছেন সহকারী কমিশনার(ভূমি) ফাতেমা জান্নাত। এদের মাঝে বেশীরভাগ পরিবারকে ইতোমধ্যে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকিদের নির্মাণ কাজ চলমান রয়েছে। খুব শীগ্রই ধোবাউড়া উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে।নানা দুঃখ কষ্ট ভুলে ভালো ভাবে বেঁেচ থাকার আশা বুনছেন এসব ঘরে উঠা পরিবার গুলো। ৭০ বছরের বৃদ্ধা আয়েশা খাতুন বলেন, আগের চেয়ে অনেক ভালো আছি, এখন পাকা ঘর হইছে।থাকার চিন্তা নাই কেবল ভাতের চিন্তা করলেই হয়। সরকারের এই প্রকল্পের মাধ্যমে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের ভূমিহীনের তকমা মুছে সস্তিতে জীবন যাপন করছেন আশ্রয়ণের এসব বাসিন্দারা। শীতে উপজেলা প্রশাসন থেকে কম্বল এর ব্যবস্থাও করা হয়েছে।এ ব্যাপারে ধোবাউড়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন বলেন,ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এটি একটি মহৎ উদ্যোগ,তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সঠিক যাচাই বাচাই করে প্রকৃত গৃহহীনদেরকে ঘর প্রদান করা হয়েছে এবং ঘরের নির্মাণ কাজও ভালভাবে সম্পন্ন করা হয়েছে।