ধোবাউড়ায় শক্রতার জেরে বাগানের গাছ কর্তন


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৩, ২:৪৮ অপরাহ্ন / ১৩৬
ধোবাউড়ায় শক্রতার জেরে বাগানের গাছ কর্তন

ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ঘোষগাও ইউনিয়ন দক্ষিন জিগাতলা গ্রামে শক্রতার জের ধরে বাগানের ১০ টি গাছ কর্তনের অভিযোগ উঠেছে প্রতিবেশী আব্দুল মোতালেব ও আবু তালেবের বিরোদ্ধে। অভিযোগের ভিত্তিতে গিয়ে জানা যায়, ভ’ক্তভোগী রুকুন উদ্দিন মুিন্স একটি মাদ্র্যায় চাকুরি করার সুবাধে স¦-পরিবারে দীর্ঘদিন যাবৎ ঢাকায় থাকে। যে কারণে নিজ ভিটেতে নির্মিত বসত ঘরটি তালাবদ্ধ অবস্থায় থাকে। পাশাপাশি শক্রুরা সে সুযোগটি লোপে নিয়ে বাড়ির আঙ্গিনা থেকে প্রায় ২০০ গজ দূরুত্বে একটি ( একাশি) গাছের বাগান থেকে দশটি গাছ ও ঘরের তালা ভেঙ্গে আসবাব পত্র নিয়ে গেছে। অভিযুক্ত আব্দুল মোতালেব জানান, রুকন উদ্দিন নিজের গাছ নিজেই কাটছে আমাদের উপর দোষ দিচ্ছে। রুকন উদ্দিন বলেন স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করায় কৌটে মামলা চলমান থাকায়, আমার ক্ষতি সাধনের জন্যই তারা ক্ষিপ্ত হয়ে গাছ কর্তনের ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছি। এ বিষয়ে এস,আই হাদিস উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনা স্থলে গিয়েছি কে বা কাহারা গাছ কর্তন করেছে না দূরবৃত্তরা নিয়েছে তদন্ত করে দেখব।