নগরীর গাঙ্গিনারপাড় হকার্স সুপার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকান পুড়ে গেছে


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ১:৪৯ অপরাহ্ন / ১৮২
নগরীর গাঙ্গিনারপাড় হকার্স সুপার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকান পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীর বাণিজ্যিক এলাকা গাঙ্গিনারপাড় হকার্স সুপার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌছে ত্রিশাল, মুক্তাগাছা সহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেক্ট্রিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। এই মূহুর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছেনা। তবে দোকানিরা জানান, অগ্নিকান্ডে ৭টি দোকানের মালামাল পুড়ে গেছে। তিনি আরো জানান, ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেয়ার ফলে খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হয়েছি। এখানে রাস্তা সংকীর্ন, গিঞ্জি এলাকা, পানির নাই, আগুন নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নাই। মার্কেটে আগুন লাগলে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রনে নিতে পারে এমন কোন ব্যবস্থা ছিল না। এছাড়া শহরে পানির খুব সংকট এখনই প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নিলে শহরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, স্থানীয় কাউন্সিলর ফারুক হাসান, কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন প্রমুখ।