স্টাপ রিপোর্টার : আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশে গত শুক্রবার (২২ অক্টোবর) থেকে শ্রী শ্রী দুর্গা দেবীর কল্পারম্ভ, সায়ংকালে বোধন, আমন্ত্রণ অধিবাস (ষষ্ঠী পুজা) এর মাধ্যমে ময়মনসিংহ নগরীর দূর্গাবাড়ি মন্দির সহ সকল মন্দির ও মন্ডপে শ্রী শ্রী দূর্গাপূজা শুরু হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সন্ধায় নগরীর দূর্গাবাড়ি মন্দিরে অনুষ্ঠিত নবমী পুজা পরিদর্শণ করেন ও শুভেচ্ছ বিনিময় করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান ও পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভ’ঞা। এসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেন কর্মকর্তা বৃন্দ। অতিথিদের শুভেচ্ছা জানান জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এডভোকেট পীযুষ কান্তি সরকার, আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) দুর্গাবাড়ি মন্দির কমিটির সভাপতি প্রফেসর বিমল কান্তি দে, সাধারণ সম্পাদক শংকর সাহা। এসময় এসময় পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সভাপতি এডভোকেট তপন দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ, সম্পাদক শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :