নগরীর শ্রীশ্রী দশভ’জা বিগ্রহ মন্দিরে দুর্গাপূজা পরিদর্শণে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৩, ১:০১ অপরাহ্ন / ১৮১
নগরীর শ্রীশ্রী দশভ’জা বিগ্রহ মন্দিরে দুর্গাপূজা পরিদর্শণে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ

স্টাফ রিপোর্টার : আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশে গত শুক্রবার থেকে শ্রী শ্রী দুর্গা দেবীর কল্পারম্ভ, সায়ংকালে বোধন, আমন্ত্রণ অধিবাস (ষষ্ঠী পুজা) এর মাধ্যমে ময়মনসিংহ নগরীর সকল মন্দির ও মন্ডপে শ্রী শ্রী দূর্গাপূজা শুরু হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সন্ধায় নগরীর শ্রীশ্রী দশভ’জা বিগ্রহ মন্দিরে অনুষ্ঠিত অষ্টমী বিহিত পুজা পরিদর্শণে আসেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ময়মনসিংহ সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন ও পরিবারবর্গ। এসময় সাথে ছিলেন বিজ্ঞ বিচারক বৃন্দ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৃন্দ। জেলা জজ সহ অন্যান্য অতিথি বৃন্দ মন্দির প্রাঙ্গণে পৌছালে অতথি বৃন্দকে শুভেচ্ছ জানান মন্দির কমিটির সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়। এসময় মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিকাশ সরকার, সহ-সভাপতি ও হিন্দু বৌদ্ধ থ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি এডভোকেট প্রশাস্ত কুমার দাস চন্দন, শ্রীশ্রী দশভূজা বিগ্রহ মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বিকাশ সরকার, সাধারণ সম্পাদক গৌতম ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা ও দায়রা জজ নগরীর দুর্গাবাড়ি মন্দির সহ অন্যান্য মন্দির পরিদর্শণ করেন।