মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

নাগরিক সেবায় ফুলবাড়িয়া পৌর সভার বিশেষ অভিযান

রিপোর্টার / ৭৬ ভিউ
আপডেট সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ২:৩০ অপরাহ্ন

মো. আব্দুস ছাত্তার : চলমান পবিত্র রমযান মাসে ফুটপাত দখলমুক্ত অভিযানে ফুলবাড়িয়া পৌরসভা প্রশংসায় ভাসছেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এমন উদ্যোগের কারিগর ও পৌর অভিভাবক আলহাজ¦ মো. গোলাম কিবরিয়াকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার দুপুরে মেইন রোড ও হাজী রোডসহ পৌরসদরে ফুটপাত দখলমুক্ত অভিযানে নামে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ এর নেতৃত্বাধীন একটি টিম। এ সময় তারা ফুটপাতে থাকা বিভিন্ন মালামাল জব্দ করে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে দখলবাজরা অতীতের ন্যায় কৌশল অবলম্বন করে কেউ দোকান বন্ধ করে দেয় কেউবা আবার মালামাল দোকানে গাদাগাদি করে রাখে। তারপরও কিছুটা হলেও স্বস্তিবোধ করে পথচারী ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন আমাদের ইচ্ছার বিরুদ্ধে তারা আমাদের দোকানের সামনে দখল করে বসে থাকে। এমন অভিযান অব্যাহত থাকলে যানযট অনেকাংশ কমে আসবে।

অভিযান টিমের অন্যান্য সদস্যরা হলেন, মোঃ খাইরুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, ইব্রাহিম খলিল শিকদার, ছাইফুল ইসলাম, এনামুল হক প্রমুখ।

পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম তরফদার বলেন, ফুলবাড়িয়া পৌরসভা পবিত্র রমজান মাসে যানজটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় মেয়র মহোদয় কে ধন্যবাদ।

পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ বলেন, ফুলবাড়িয়া পৌরসভার সুযোগ্য মেয়র মোঃ গোলাম কিবরিয়া নির্দেশে অভিযান পরিচালিত হচ্ছে। ফুলবাড়িয়া পৌরসভায় কোন যানজট মুক্ত থাকবে। ফুটপাত দখলমুক্ত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া বলেন, পৌরসভায় ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে রাস্তার পাশে কাউকে দোকানপাট বসতে দেওয়া হবে না। কোন রকম যানজট থাকবে না এবং অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com